চীনেরা একটা ফোন কম্পানি যারা ঘোষনা দিয়েছে যে তাদের মোবাইল ফোনে উইন্ডোস এক্সপি ব্যবহার করা যায় কম্পিউটারের মতই। তাছাড়া তাদের পরবর্তী মডেল এক্সপিফোন ২ তে উইন্ডোজ ৭ কিংবা বাজারে আসতে যাওয়া উইন্ডোজ ৮ চালানো যাবে। এর নির্মাতা আইটিজি জানিয়েছে তাদের নতুন ফোন আগের থেকে আরো পাতলা এবং হাল্কা ভাবে তৈরী হবে অথচ কাজের দিক থেকে সেটা হবে কম্পিউটারের মত।
এতে ব্যবহার করা হবে ১.৬ গিগাহার্টঝ প্রসেসর, ২ গিগাবাইট মেমোরী। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে এর ২ গিগাহার্টজ ভার্শনও ছাড়া হবে। উইন্ডোজ ব্যবহারের মত যথেষ্ট যায়গা রাখতে অনলাইন ষ্টোরেজ হবে ১২০ গিগাবাইট ।শুধু তাইনা আছে কিবোর্ড ,৪.৮ ইঞ্চি টাচ স্কীন , ৮০০*৪৮০ পিক্সেল । যার ওজন মাত্র ৪০০ গ্রাম আর ২.৫ সেন্টিমিটার পুরু । যা ওয়াই-ফাই , ওয়াইম্যাক্স , জিপিএস সাপোর্ট করে ।
তারা একে শুধু ফোন হিসেবেই দেখতে চায় না, বিশ্বের সবচেয়ে ছোট আকারের নোটবুক হিসেবে তৈরী করছে। একে অনায়াসে অন্যান্য ডিভাইস যোগ করে ডেস্কটপে ব্যবহার করা যাবে। মনিটর-কিবোর্ড লাগানো যাবে সরাসরি।
আগামী জানুয়ারীতেই এটা বাজারে আসবে বলে জানানো হয়েছে।
এতে ব্যবহার করা হবে ১.৬ গিগাহার্টঝ প্রসেসর, ২ গিগাবাইট মেমোরী। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে এর ২ গিগাহার্টজ ভার্শনও ছাড়া হবে। উইন্ডোজ ব্যবহারের মত যথেষ্ট যায়গা রাখতে অনলাইন ষ্টোরেজ হবে ১২০ গিগাবাইট ।শুধু তাইনা আছে কিবোর্ড ,৪.৮ ইঞ্চি টাচ স্কীন , ৮০০*৪৮০ পিক্সেল । যার ওজন মাত্র ৪০০ গ্রাম আর ২.৫ সেন্টিমিটার পুরু । যা ওয়াই-ফাই , ওয়াইম্যাক্স , জিপিএস সাপোর্ট করে ।
তারা একে শুধু ফোন হিসেবেই দেখতে চায় না, বিশ্বের সবচেয়ে ছোট আকারের নোটবুক হিসেবে তৈরী করছে। একে অনায়াসে অন্যান্য ডিভাইস যোগ করে ডেস্কটপে ব্যবহার করা যাবে। মনিটর-কিবোর্ড লাগানো যাবে সরাসরি।
আগামী জানুয়ারীতেই এটা বাজারে আসবে বলে জানানো হয়েছে।
For Further Reading,
- ল্যাপটপ কেনার আগের ও পরের টিপস
- কীবোর্ড কাজ করছে না ,এখন উপায় কি ?
- মাউস কাজ করছে না । এখন উপায় কি ?
- ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করা
- কম্পিউটারের ১০০ টি দরকারী উইন্ডোজ শটর্কাট !
- C ড্রাইভ বা যেকোন ড্রাইভের স্পেস বাড়াতে/কমাতে চান
- নিজের মোবাইলের নাম্বার জানার উপায়
- মোবাইলের জন্য সবথেকে ভাল বাংলা ডিকশনারি
- কিভাবে জিপি বা রবির মডেম আপডেট করবেন
- ফেসবুকের সব খুঁটিনাটি একসাথে
- গ্রামীন থেকে গ্রামীনে দৈনিক ২০ টি ফ্রী এস এম এস পাঠান
- চাইনিজ উইন্ডোস এক্সপি মোবাইল ফোন
0 comments:
Post a Comment
লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।