এখন থেকে জিমেইলের মাধ্যমেও আপনি আপনার বন্ধুদের এসএমএস পাঠাতে পারবেন ।
এজন্য আপনার সেই বন্ধুকে আপনার কনটাক্ট লিস্টে থাকতে হবে । যদি না থাকে তবে তাকে আজই যোগ করে নিন । আর যদি আগেও থেকে থাকে তবে তার মোবাইল নাম্বারটা অবশ্যই উল্লেখ বা এন্ট্রি করা থাকতে হবে আপনার কন্টাক্ট লিস্টে ।
ধরি তিনি আপনার কন্টাক্ট লিস্টে আছেন । তাই এবার ডান পাশের নিচে "Chat and SMS" লিখা স্থানের নিচের বঙ্ঘুর নাম লিখে সার্স দিন দেখবেন চলে আসবে ।
আর বাম পাশের নিচে একটা ছোট উইনডো আসবে চ্যাটের জন্য । ওখানে আপনার বার্তা লিখে ইন্টার দিন ম্যাসেজ চলে যাবে । যদি আগে থেকেই চ্যাটিং উইন্ডো ওপেন থাকে তবে অপশন (Options )থেকে " Send SMS" সিলেক্ট করে নিন ।
তবে আপনি এখানে প্রথমে ৫০ পয়েন্ট পাবেন । একটা ম্যাসেজ পাঠালে এক পয়েন্ট কমে যাবে । আবার একটা ফেরৎ ম্যাসেসে ৫ পয়েন্ট করে আপনি পাবেন । তবে তা সর্বোচ্চ ৫০ পর্যন্ত । এভাবে যদি আজ আপনার ৫০ পয়েন্ট শেষ হয়ে যায় তবে আপনাকে আগামী ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে । তবে আপনি যদি প্রয়জোন মনে করেন তবে কিছু ক্রেডিট কিনতেও পারবেন গুগল মামার কাছ থেকে ।
এখন আসি বিলের কথায়ঃ
আপনি যে এসএমএস পাঠালেন তার জন্য গুগল আপনার কাছ থেকে কোন বিল বা টাকা কাটবে না । তবে যাকে এসএমএস পাঠাবেন তিনি যদি আপনাকে রিপ্লেই দেন তবে তার জন্য অপারেটরের ধার্য করা বিল কেটে নিবে ঐ মোবাইল অপারেটর কম্পানি ।
কিভাবে এসএমএস রিপ্লেই দিবেন
আপনাকে যদি কোন ফ্রেন্ড জিমেইল থেকে এসএমএস পাঠায় তবে আপনি আপনার মোবাইল থেকেও তাকে রিপ্লেই দিতে পারবেন ।
এজন্য আপনাকে আপনার মোবাইলের ঐ ম্যাসেজ পাঠানো নাম্বারে রিপ্লেই দিলেই হবে । ওটা অটোমেটিক্যালি আপনার ফ্রেন্ডের ইমেইলে চলে যাবে আর তা নরমালী চ্যাটিং হিস্ট্রিতে জমা হবে ।
কাউকে ব্লক করবেন কিভাবে
আমাদের একটা সমস্যা আছে ফাও পেলে ইচ্ছা মত ব্যাবহার করি । তাই এখানে অপরিচিত জনের পাঠান বিরক্তিকর মানুষকেও আপনি ব্লক করে দিতে পারবেন । এজন্য যে নাম্বার থেকে ম্যাসেজ টা এসেছে তাতে 'BLOCK' লিখে রিপ্লাই দিন । তাতেই সেই অপরিচিত জন ব্লক হয়ে যাবে । আর ব্লক করা মানুষকে আনব্লক করতে ঐ নাম্বারেই 'UNBLOCK' লিখে ম্যাসেজ দিন আনব্লক হয়ে যাবে ।
কোন কোন দেশের কোন কোন মোবাইল অপারেটরে এই ম্যাসেজ পাঠাতে পারবেন তার লিস্ট
- Afghanistan
Afghan Wireless Communication Company
Etisalat - Algeria
Nedjma - Angola
Unitel - Bahrain
Viva
Zain - Bangladesh
Citycell - Cameroon
MTN
Orange - Congo, Democratic Republic
Vodacom - Côte d'Ivoire
Orange - Egypt
Mobinil - Ghana
Airtel
Tigo
- Guam
iConnect Buddy - Guinea
Orange - Indonesia
Axis
Indosat
Telkomsel
Tri - Iraq
Zain - Israel
orange
Pelephone
- Jordan
Umniah
Zain - Kazakhstan
Kcell - Kenya
Airtel
orange
Safaricom
Yu
- Kuwait
Viva
Wataniya
Zain
- Kyrgystan
Megacom - Liberia
Cellcom - Malawi
Airtel
TNM - Maldives
Dhiraagu
Wataniya - Mozambique
Vodacom - Nigeria
Glo
Starcomms
- Palestinian Territories
Jawwal
Wataniya Mobile - Philippines
Globe
SMART
Sun Cellular
- Saudi Arabia
Mobily
STC
Zain - Senegal
orange
Tigo - Sierra Leone
Comium - Sri Lanka
Dialog
Etisalat
Mobitel - Tanzania
Vodacom
Tigo - Thailand
dtac
True Move - Tunisia
Tunisiana - Uganda
Orange
MTN
Uganda Telecom
- United States
All operators - Uzbekistan
Ucell - Vietnam
VinaPhone - Zambia
Airtel
MTN
Zamtel
0 comments:
Post a Comment
লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।