কিভাবে নিজের ব্লগে লিখা শুরু করবেন


আগের পোস্টে আমি দেখিয়েছি কিভাবে নতুন ব্লগ তৈরি করতে হয়। আজ আমরা ব্লগারে পোস্ট করার এডিটর এর সাথে বিস্তারিত ভাবে পরিচিত হব।ব্লগারে লগিন করে  Dashboard থেকে  New Post অপশানে গেলে নিচের মতো একটি পোস্ট এডিটর ওপেন হয় যেটিতে পোস্ট লিখতে হয়। এবার আসুন আমরা পোস্টিং এডিটরের বিভিন্ন অপশানের সাথে পরিচিত হই ।

১ দেখান স্থানে ক্লিক করলে আনডো বা রিডো করা যাবে ।(এর বেশি কিছু  লার দরকার নাই)
২ দেখান স্থানে ক্লিক করে পোস্টের ফ্রন্ট ঠিক করা যাবে, এই ফ্রন্ট গুলি ব্যবহার করতে পারবেনঃ
  1. Arial
  2. Courier
  3. Georgia
  4. Helvetica
  5. Times
  6. Trebuchet
  7. Verdana
৩ দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের লিখা বড় ছোট করতে পারবেন ,তবে যেটুকুকে বড়/ছোট করতে চান তাকে আগে থেকে সিলেক্ট করে নিতে হবে ।

৪,৫,৬ দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের কথাকে বোন্ড/ ইটালিক/আন্ডার লাইন দিতে পারবেন ।

৭ দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের লিখা কথাকে Strike through করতে পারবেন ।{মানে এমন লিখার মাঝে একটা দাগ থাকবে }  

দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের লিখার রং সিলেক্ট করা যাবে ।

৯ দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের লিখার নিচের রং সিলেক্ট করা যাবে ।

১১ দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের  মধ্যে ছবি  যোগ করতে পারবেন । } ছবি যোগ করা নিয়ে কোন সমস্যা থাকলে এই পোস্টটি দেখুন{ 

১২ দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের  মধ্যে ভিডিও  যোগ করতে পারবেন । } ভিডিও যোগ করা নিয়ে কোন সমস্যা থাকলে এই পোস্টটি দেখুন{  

১৩ আপনারা এই ব্লগের প্রথম পাতার দিকে খেয়াল করলে দেখবেন যে প্রত্যেক পোস্ট এর কিছু অংশ দেখা যাচ্ছে।বাকীটুকু পড়তে চাইলে ওই পোস্ট এর উপর ক্লিক করতে হয় বা Read More>> এ ক্লিক করতে হয়।।আপনি কোনো পোস্টের কত লাইন হোমপেইজ বা প্রথম পেইজে প্রদর্শন করতে চান তা জাম্প ব্রেক ট্যাগ ব্যবহার করে নির্দিষ্ট করে দিতে পারেন।যত লাইন পর্যন্ত আপনি দেখাতে চান তার ঠিক পরে এই অপশানে ক্লিক করলে শুধু অইটুকু পর্যন্তই হোমপেজে প্রদর্শিত হবে। }ব্রেক ব্যবহারে করা নিয়ে কোন সমস্যা থাকলে এই পোস্টটি দেখুন{  

১৪ দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের  লেখাসমুহকে ডান,বাম বা মধ্যখানে রাখতে চাইলে এল্যাইনমেন্ট ব্যবহার করে ঠিক করে দিতে পারেন।ডিফল্ট হিসেবে বাম পাশ দেওয়া থাকে।
 ক, Aline left
 খ, Aline center 
 গ ,Aline Right 
ঘ Justify

১৫,১৬ দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের  লেখাসমুহকে নাম্বার লিস্ট বুলেট লিস্ট এর মাধ্যমে সাজাতে পারবেন

১৭। দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের  লেখাসমুহকে
  কোটেশান ব্যবহার করে  বাণী আকারে প্রদর্শন করতে পারেন।

১৮ দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের  লেখাসমুহকে রিমুভ ফরম্যাট করতে পারবেন , মানে কোনো জায়গা থেকে হয়ত কোন কিছু কপি করে এনেছেন ।তা ঐ লেখাসমুহ অনেক সময় যে ফরম্যাট এ থাকে ঠিক সেই সেই ফরম্যাট এই অবিচল অবস্থায় থেকে যায় ।পোস্টের অন্য লেখাসমুহের সাথে মিল রাখতে উক্ত লেখাসমুহের ফরম্যাট রিমুভ করে ডিফল্ট ফরম্যাটে প্রকাশ করার জন্য  এটি ব্যবহার হয় ।

১৯ দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের  লেখাসমুহকে স্পেলিং চেক করে নিতে পারবেন । তবে তা ইংরেজী লেখার সময় কোনো ভুল হয়েছে কিনা তা স্পেলিং চেকার দ্বারা চেক করা যায়। বাংলা স্পেলিং চেক করা যায়  না ।

২০  দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের  লেখাসমুহকে  অন্য যে কোন ভাষায় অনুবাদ করার জন্য এই অপশানের সাহায্য নিতে পারেন। তবে তা নির্দিস্ট কিছু ভাষার ক্ষেত্রে । 

২১  দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের  লেখাসমুহকে লেবেল বা ক্যাটাগরিতে ভাগ করে নতুন পোস্টকে কোন ক্যাটাগরিতে নিতে চাইলে এখানে পাশের হলুদ চিহ্নিত ঘরে লিখতে হবে । } এ বিষয় নিয়ে কোন সমস্যা থাকলে এই পোস্টটি দেখুন{

২২ দেখান স্থানে ক্লিক করে আপনি  পোস্টের  লেখাসমুহকে অটোমেটিক্যালি নির্দিস্ট কোন ভাষাতে লিখতে পারবেন । আপনি লিখবেন English আর ওটা আপনাকে দেখাবে ইংলিশ


সবুজ রংয়ের ঘরে পোস্টের টাইটেল দিতে হবে
হলুদ রংয়ের ঘরে পোস্টের লেবেল বা ক্যাটাগরির নাম দিতে হবে  
লালা রংয়ের ঘরের দিকে আপাতত চোখ দেবার কোন দরকার নাই ।
এবার লিখাকে সেভ করুন আর সেভ হয়ে গেলে পাবলিশ করুন । যদিও লেখার মাঝে অটোমেটিক্যালি সেইভ হয়ে যায় তবুও শেষ বারের মত একবার না হয় আপ্নিও সেইভ করলেন । আর হ্যা পোস্টের টাইটেল যথা সম্ভব ইংরেজিতে লিখুন , বাংলাতে লিখলে কোন সমস্যা নাই তবে তা কিন্তু পোস্টের টাইটেল না নিয়ে blog post *** নামের একটা নাম নিজে দিয়ে দেয় ।


For Further Reading,
কিভাবে নিজের ব্লগে লিখা শুরু করবেন

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive