কোন পোস্টের ভিতরে লিংক যোগ করতে হলে প্রথমে চিত্রের ১ নং স্থানে ক্লিক করলে একটা পপআপ উইন্ডো আসবে । এবার ২ লিখা স্থানে আপনার এঙ্কার টেক্সট লিখুন মানে যে শব্দ বা অক্ষরের উপরে ক্লিক করতে হবে আর ৩ লিখা স্থানে ওয়েব সাইটের URL লিখুন । তবে এখানে আপনার মেইলও দিতে পারেন তবে তখন পাঠক আপনার সাথে যোগাযোগের জন্য মেইল দিতে পারবেন । এবার ওকে করে বের হয়ে আসুন ।ব্যাস হয়ে গেল লিংক যোগ করা ।
For Further Reading, Tags : পোস্টে কিভাবে লিংক যোগ করবেন


0 comments:
Post a Comment
লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।