ব্লগস্পটের ব্লগের পোস্টে ছবি যোগ করবেন কিভাবে



ব্লগস্পটের ব্লগে ছবি যোগ করার মজাই আলাদা ।চার ভাবে আপনি ছবি যোগ করতে পারবেনঃ
  1. একটা ফ্রেশ ছবি আপ লোড করতে পারবেন
  2. আগে ব্যবহৃত ছবি আবারো সহজেই যোগ করতে পারবেন
  3. আপনার পিসিকা এ্যালবাম থেকে ছবি যোগ করতে পারবেন ।
  4. ছবির লিংক থেকেও ছবি যোগ করতে পারবেন ।
১ এবার Upload লিখার উপরে ক্লিক করুন আর ব্রাউজ করে ছবি দেখিয়ে দিন । ব্যাস আপ্লোড শেষে ব্লগে ব্যবহার করুন  ।


২ From This Blog লিখার উপরে ক্লিক করুন আর তাতে  ব্লগে আগে ব্যবহৃত সব ছবি দেখতে পাবেন ।ওখান থেকে যাকে চান তাকেই আবারো ব্যবহার করুন ।


৩From Picasa Web albums লিখার উপরে ক্লিক করুন আর তাতে আপনার  Picasa Web albums]এর সব ছবি দেখতে পাবেন আর ওখান থেকে যাকে চান তাকেই আবারো ব্যবহার করুন ।

৪ এবারের ছবি যোগ করা  অন্যতম আর একটা সহজ কাজ । যে ছবি যোগ করতে চান তা যদি আগেই ইন্টারনেটে থেকে থাকে তবে তাইলে যাস্ট ছবিটার লিংক কপি করে নিন । আর From a URL লিখার উপরে ক্লিক করুন আর এবার লিংক্টা পেস্ট করুন ।ব্যাস হয়ে গেল ছবি যোগ করা । ছবির লিংক কপি করতে হলে ছবির উপরে রাইট ক্লিক করে Copy Image Location .ক্লিক করুন ,লিংক কপি হয়ে যাবে । তবে এই ভাবে একটু সমস্যা আছে , ধরেন যার ছবির লিংক আপনি ব্যব হার করেছেন তিনি যদি তার ছবির লিংক চেঞ্জ করে দেন তবে তখন কিন্তু আপানার ব্লগে ছবি দেখাবে না ।


For Further Reading,
ব্লগস্পটের ব্লগের পোস্টে ছবি যোগ করবেন কিভাবে

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive