ব্লগস্পটের ব্লগে ছবি যোগ করার মজাই আলাদা ।চার ভাবে আপনি ছবি যোগ করতে পারবেনঃ
২ From This Blog লিখার উপরে ক্লিক করুন আর তাতে ব্লগে আগে ব্যবহৃত সব ছবি দেখতে পাবেন ।ওখান থেকে যাকে চান তাকেই আবারো ব্যবহার করুন ।
৩From Picasa Web albums লিখার উপরে ক্লিক করুন আর তাতে আপনার Picasa Web albums]এর সব ছবি দেখতে পাবেন আর ওখান থেকে যাকে চান তাকেই আবারো ব্যবহার করুন ।
৪ এবারের ছবি যোগ করা অন্যতম আর একটা সহজ কাজ । যে ছবি যোগ করতে চান তা যদি আগেই ইন্টারনেটে থেকে থাকে তবে তাইলে যাস্ট ছবিটার লিংক কপি করে নিন । আর From a URL লিখার উপরে ক্লিক করুন আর এবার লিংক্টা পেস্ট করুন ।ব্যাস হয়ে গেল ছবি যোগ করা । ছবির লিংক কপি করতে হলে ছবির উপরে রাইট ক্লিক করে Copy Image Location .ক্লিক করুন ,লিংক কপি হয়ে যাবে । তবে এই ভাবে একটু সমস্যা আছে , ধরেন যার ছবির লিংক আপনি ব্যব হার করেছেন তিনি যদি তার ছবির লিংক চেঞ্জ করে দেন তবে তখন কিন্তু আপানার ব্লগে ছবি দেখাবে না ।
For Further Reading, Tags : ব্লগস্পটের ব্লগের পোস্টে ছবি যোগ করবেন কিভাবে

0 comments:
Post a Comment
লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।