আচ্ছা এমন হলে কেমন হয় যে , কেউ আপানাকে মেইল কারল আর আপনি যে মেইল্টা পেয়েছেন তার উত্তর চলে যাবে মেইল যিনি পাঠিয়েছেন তার কাছে । কিংবা আপনি গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন আর গ্রামে হয়ত ইন্টারনেট বা ইমেইল করার কোন সিস্টেম নাই ,তার আপনাকে পাঠানো ইমেইল সেন্ডারের কাছেও একটা অট মেসেজ গেল যে আপনি আপাতত দূরে আছেন আর ফিরে এসেই আপনার কাজ সারতে পারবেন ।তাইলে এটা অনেক ভাল হয় । অন্তত আমার কাজে লাগে এই বিষয় টা । তাই আপনাদের সাথে শেয়ার করলাম ।
প্রথমে আপনার Gmail একাউন্টে লগইন করুন।
তারপর Mail Settings অপশন এ যান।
তারপর General এর নিচের দিকে Vacation responder এ যেয়ে Vacation responder on অপশনে ক্লীক করুন।
টেক্সট বক্সে অটো রিপ্লাই মেসেজ হিসেবে যা লিখতে চান তা লিখুন।
তারপর Save Changes এ ক্লীক করুন।তবে শুধু মাত্র যারা আপনার পূর্ব পরিচিত শুধু মাত্র তাদের কে অটো রিপ্লেই করতে চাইলে "Only send a response to people in my Contacts" তে মার্ক করে দিন ।
এরপর থেকে যারাই আপনাকে মেসেজ পাঠাবে তারাই আপনার অটো মেসেজটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে।
For Further Reading,
- আপনার প্রিয়জনকে জিমেইলের সাহায্যে এসএমএস পাঠান
- জিমেইল এর ইমেইল হ্যাকারদের হ্যাকিং থেকে বাচার উপায়
- জিমেইল আসছে পুরো নতুন চেহারায়
- ইউটিউবের কিছু টিপস
- ফেসবুকের পেজে নিজস্ব একটি ট্যাব
- কিভাবে ফেসবুকে ভিডিও চ্যাটিং করুতে পারব
- আপনার Gmail Auto response খুব সহজেই চালু করুন
- গুগল পেজ র্যাংকের শুরু থেকে ২০১২ পর্যন্তর ইতিহাস
- ফায়ারফক্স এর কিছু টিপস এবং কিবোর্ড শর্টকার্ট
0 comments:
Post a Comment
লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।