কিভাবে নিজের ব্লগ নিজেই হোস্টিং করা শুরু করবেন


আমাদের এই পোস্টে আমি দেখাব কি ভাবে আপনার নিজের ব্লগ শুরু করবেন । এজন্য আপনাকে যেতে হবে ব্লগস্পটের ওয়েব ঠিকানায় এখান থেকে । লিংক এখানে লিংক কাজ না করলে এটা কপি করে নিন http://draft.blogger.com
আর নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে ।

এবার আপনার জিমেইল আর পাসওয়ার্ড দিন । ভয় পাবার কিছু নাই ।ওরা আপনার পাসওয়ার্ড হ্যাক করবে না ।কারন এটা গুগলেরই আর একটা সার্ভিস । আর আপনার যদি দৈবক্রমে কোন জিমেইল একাউন্ট না থেকে থাকে তাহলে এখানে গিয়ে একটা জিমেইল একাউন্ট তৈরি করে নিন ।
এবার 
১  চিহ্নীত স্থানে আপনার ব্লগের টাইটেল কি দিতে চান তাই লিখুন ।
২  চিহ্নীত স্থানে আপনার ব্লগের এড্রেস কি দিতে চান তা লিখুন ।
৩.চিহ্নীত স্থানে ক্লিক করে  দেখে নিন তা অ্যাভেলেবল কিনা মানে আগেই কেউ নিয়ে নিছে কিনা ।যদি আপনার আগেই কেউ আপনার পছন্দের নাম টা নিয়ে থাকে তাইলে  তাইলে নটঅ্যাভেলেবল লিখা দেখাবে ।এবার অন্য কোন একটা নাম দিন আর আবারো দেখে নিন তা অ্যাভেলেবল কিনা ।যদি অ্যাভেলেবল হয়ে  থাকে তবে এবার ৪ নাম্বার স্টেপে যান
৪ চিহ্নীত স্থানের উপরে ভেরিফিকেশন কোড টাইপ করুন ।আর হ্যা যাভাবে আছে ঠিক সেভাবে লিখুন ।বড় হাতের লিখা ছোট হাতের লিখা কোন ব্যাপার না তবে কোন ফাকা (স্পেস)  থাকলে অবশ্যয়ি ফাকা দিতে হবে ।
৫ চিহ্নীত স্থানে ক্লিক করে চালিয়ে যান ।

এবার নিচের ছবির মত একটা  পেজ ওপেন হবে  । 

 ১ চিহ্নীত স্থানে থেকে যে কোন একটা স্টাইল কে আপাতত বেছে নিন ।পরে যেকোন সময় আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন ।
চিহ্নীত স্থানে ক্লিক করে চালিয়ে যান ।
এবার নিচের ছবির মত আর একটা পেজ ওপেন হবে ।

এখন আপনি যদি ১ চিহ্নীত স্থানের কোন একটাতে ক্লিক করেন তাইলে একটা নতুন পোস্ট তৈরি করার ফর্ম আসবে । এখানে যা লিখবেন তা যদি পাবলিস্ট করেন তবে তা হবে আপনার ব্লগ পোস্ট । এই টপিক নিয়ে একটা পোস্ট আসবে তাই এখন বেশি কিছু লিখ হল না ।নিচে ছবিতে দেখান হল ,


 আর আপনি যদি ২ চিহ্নীত স্থানে ক্লিক করেন তবে  তা আপনাকে যে পেজে নিয়ে যাবে ওখানে গিয়ে আপনি আপনার ব্লগের স্টাইল চেঞ্জ করতে পারবেন ।এই টপিক নিয়ে একটা পোস্ট আসবে তাই এখন বেশি কিছু লিখ হল না ।নিচে ছবিতে দেখান হল 

 আপনি যদি ৩ চিহ্নীত স্থানে ক্লিক করেন তবে  তা আপনাকে যে পেজে নিয়ে যাবে ওখানে গিয়ে আপনি আপনার ইচ্ছা করলে আপনার ক্রয়কিত কোন ডোমেইনের আন্ডারে ব্লগ করতে চাই তা করতে পারবেন ।
 আর সব শেষে আপনার যদি আগে অন্য কোন সাইটে ব্লগ থেকে থাকে আর তার সব ডাটা .XML  ফ র মেটে থেকে থাকে তবে তা এখান থেকেও তা স ম্পূর্ন নতুন এই ব্লগে নিয়ে আসতে পারবেন ।এক্ষেত্রে আপনাকে ৪ চিহ্নীত স্থানে ক্লিক করতে হবে ।


For Further Reading,
কিভাবে নিজের ব্লগ নিজেই হোস্টিং করা শুরু করবেন

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive