২০১২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট মোবাইলে দেখার উপায়



প্রথমেই মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন আপানার পরিচিত জনের বোর্ডের প্রথম ৩ ডিজিট , এবার একটা ফাকা দিয়ে রোল নাম্বার আর শেষে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে । উদাহরন হিসেবে ঢাকার ১২৩৪৫৬ নাম্বার ধারীর রেজাল্ট দেখার সিস্টেম হল ।

Example: “SSC dha 123456 2012″ and send to 16222 .

http://www.educationboardresults.gov.bd এটা সরকারের সরকারি ওয়েব সাইট যা কিনা প্রতিবারই রেজাল্ট প্রকাশের দিনে ডাউন হয়ে যায় ।

কিন্তু এখানে আমার কেন যেন মনে হয় একটা দূর্নীতি চলে , কারনঃ দেখুন যেদিন রেজাল্ট প্রকাশ হয় সেদিনই কিন্তু আমরা ওদের সাইটে রেজাল্ট না দেখলেও ঠিকই মোবাইল কম্পানি গুলা দেখতে পারে । তারা ২.৫০ টাকা রেটে প্রতিটা রেজাল্ট প্রকাশ করে থাকে । আর প্রতিটা ছাত্র-ছাত্রীর জন্য একাধিক জনেই কিন্তু এই ছোট দেখতে এমাউন্ট খরচা করে ফেলে কিন্তু দেখা যায় দিন শেষে একটা বিরাট অংকের টাকা জমা হয় মোবাইল কম্পানির গুলার একাউন্টে । আর তা থেকে একটা পারসেন্ট চলে আসে কিছু মানুষের পকেটে । ( আমি জানিনা আমার ধারনা ঠিক কিনা ) ।
আপনাদের সবার ভাল রেজাল্টের আশা করি । আল্লাহ আমাদের সহায় হোন ।

গুগল পেজ র‌্যাংকের শুরু থেকে ২০১২ পর্যন্তর ইতিহাস


এটা একটা মাত্র ছবি যার সাহায্যে গুগলের পেজ র‌্যাংকের শুরু থেকে ২০১২ পর্যন্ত সব এক্টিভিটিজ দেখান হয়েছে । যেমনঃ শুরুতে দেখান হচ্ছে যে ১৯৯৮ সালে প্রথম কোন সার্স ইঞ্জিন লিংকের উপর ডিপেন্ড করে ওয়েব সাইটের র‌্যাংক করা শুরু করে । এর পর কত সালের কত তারিখে কি কি আপডেট হয় তা এক এক করে সব দেখান হয়েছে এই গ্রাফটিতে ।

দেখে নিন ফেজবুকের কোন কোন ফ্রেন্ড আপনাকে আনফ্রেন্ড বা ডিলিট করলো?


ফেসবুকে একটা ফিচারের আমরা অনেকেই হয়ত জানি না, সেটা হচ্ছে বন্ধু তালিকার ভেতরে কে কে আপনাকে মুছে দিলো তাদের একটা তালিকা জানার ব্যাবস্থা।আপ্নার বন্ধু তালিকা যদি  অনেক বড় হলে এই ফিচার আপনার জন্য খুবই জরুরী। তবে ফেসবুক যখন নিজে এই ফিচার আমাদের দিচ্ছে না তখন চলুন নিজেরাই ব্যবস্থা করি এরকম একটি সুবিধার।

ফেসবুক বা বিভিন্ন সাইটে আপনার নিজের মত সুবিধা যুক্ত করে নেয়ার আপনাকে ব্যবহার করতে হবে 'ইউজার স্ক্রিপ্ট'। এই স্ক্রিপ্ট চাইলে আপনি নিজে লিখে নিতে পারেন বা অনলাইন থেকে খুঁজে নিতে পারেন। এরজন্য প্রথমে আপনাকে gracemonkey নামের একটা প্লাগইন সেটাপ করে নিতে হবে। ধাপগুলো লক্ষ করুন-

১) মজিলা ফায়ারফক্সের gracemonkey এডঅনসTi  ডাউনলোড করে নিন, - এখান থেকে
২) Greasemonkey সেটাপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট দিয়ে Greasemonkey এনাবল আছে কিনা নিশ্চিত হয়ে নিন।

মজার ও দরকারি ১১টি ফেসবুক অ্যাপ্লিকেশন


বর্তমান প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ফেসবুক যেন এক অপরিহার্য অংশ। বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং জীবনের প্রতি মুহুর্ত শেয়ার করার জন্য ফেসবুক এখন সর্বাধিক জনপ্রিয়। একইভাবে মার্কেটিং ও প্রোমোশনের কাজেও ফেসবুকের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। তবে ফেসবুকের জনপ্রিয়তার অন্যতম কারণ এর বিশাল অ্যাপ্লিকেশন ভাণ্ডার। তৃতীয়পক্ষের ডেভেলপারদের তৈরি অ্যাপ্লিকেশনে ভরপুর ফেসবুক দুনিয়া, যা ব্যবহার করে অনেকেই অবসর সময় কাটিয়ে থাকেন।

নিচে ১১টি প্রয়োজনীয় এবং মজার ফেসবুক অ্যাপ্লিকেশনের ব্যাপারে আলোচনা করা হলো যেগুলো আপনার কাজে লাগতে পারে।


পিকনিক
পিকনিক হচ্ছে ব্রাউজার-বেজড ছবি সম্পাদনার অ্যাপ্লিকেশন। বলা বাহুল্য, এর আলাদা ওয়েবসাইটই রয়েছে। তবে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার ফেসবুক অ্যালবামের ছবিগুলো সহজেই সম্পাদনা করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

ফেসবুক থেকে আয়


ফেসবুক কি তা আর নতুনভাবে আপনাদের পরিচয় করিয়ে দেয়ার কোন দরকার আছে বলে আমি বিশ্বাষ করি না , এটি আজকের দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট,। কি না করা যায় এখানে ? কিন্তু আজ আমি আপনাদের  একটা অন্য বিষয় নিয়ে আলাপ  করতে চাই । বিষয় টা অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আপনার ফেসবুকের বন্ধুর সংখ্যাকে ব্যবসায়িক কাজে ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারলে সেটা খারাপ কি ? ফেসবুকের ব্যবহারকারী  ৭০ কোটির ও বেশি ।তাই আমার মতে মার্কেটিং জাতীয় কাজেই বড় ধরনের সুযোগ সেখানে রয়েছে।

প্রথম কথা, আপনার বন্ধু বেশি এই কারনে ফেসবুক আপনাকে টাকা দেবে না। আপনাকে আয় করতে হবে একে প্রচার কাজে ব্যবহার করে। কি কি পদ্ধতিতে সেটা করা যায় জানা যাক।

 

Blog Archive