ব্লগস্পটের স্টাটাস প্যানেল পরিচিতি


এই পোস্টে আমি স্টাটাস প্যানেল কিছু লিখব । স্টাটাস প্যানেলে ৪টা ক্যাটাগরি আছেঃ
  1. Overview
  2. Posts
  3. Traffic Sources
  4. Audience
১ Overview : 
এখানে দেখাছে বর্তমানে  সাইটের ভিজিটরের পরিসংখান । বিভিন্ন ভাবে দেখতে পাবেন যথাঃ এখন মানে গত ২ঘন্টায় , সারা দিনের , এই সপ্তাহের মানে গত ৭ দিনের , এই মাসের , এবং সব শেষে শুরু থেকে কত ভিজিটর পেয়েছেন তার একটা সংখিপ্ত পরিসংখান । আর কিভাবে কার জন্য , কোন দেশ থেকে ভিজটর এসেছে তারো একটা ছোট্ট পরিসংখান পাবেন এই Overview তে ।
2 Posts এই ট্যাবে গিয়ে  আপনি জানতে পারবেন ভিজিটরেরা আপনার কোন পোস্ট বেশি পড়েছে , আর কোন ১০টা পেজে বেশি ভিজিট করেছে । এখানেও গত ২ঘন্টায় , সারা দিনের , এই সপ্তাহের মানে গত ৭ দিনের , এই মাসের , এবং সব শেষে শুরু থেকে কত  জানতে পারবেন । সর্বাধিক পঠিত ১০টা পোস্ট আর পেজ এখান থেকে জানা যাবে ।
৩ Traffic Sources: এটা খুব দরকারী ।এখানে আপনাকে ৩টা তথ্য দিবে ।
  1. ১ কিভাবে ভিজিটরেরা এসেছে ।
  2. ২ কোন সাইট থেকে এসেছে 
  3. ৩ কি খুজতে আপনার কাছে এসেছে (কি ওয়ার্ড)
এখানেও গত ২ ঘন্টায় , সারা দিনের , এই সপ্তাহের মানে গত ৭ দিনের , এই মাসের , এবং সব শেষে শুরু থেকে কত তা জানতে পারবেন ।
৪ Audience: এটা অনেক মজার । ভিজিটরে কোন দেশ থেকে এসেছে  তা দেখতে পারবেন এবং তাদের কোন দেশ থেকে ভিজিটরের সংখা কত, তারা কোন ব্রাউজার ব্যবহার করে , আর হ্যা তাদের অপারেটিং সিস্টেম কি তাও আপনি জানতে পারবেন । এখানেও গত ২ঘন্টায় , সারা দিনের , এই সপ্তাহের মানে গত ৭ দিনের , এই মাসের , এবং সব শেষে শুরু থেকে কত  জানতে পারবেন।


For Further Reading,
ব্লগস্পটের স্টাটাস প্যানেল পরিচিতি

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive