Big GiF to Small Gif Resizer


আমাদের অনেক  অনেক সময় এ্যানিমেটেড জিফ ছবির আয়তন ছোট বা বড় করার প্রয়োজন পরে। ছোট্ট একটি সফটওয়্যার দ্বারা এই কাজটি করা যায়। মাত্র ৫২৪ (৬২৭) কিলোবাইটের একটি ফ্রিওয়্যার, পোর্টেবল এই সফটওয়্যারটি  এবার সফটওয়্যারটি চালু করে Source GIF Image file থেকে এ্যনিমেটেড ছবিটি আনুন এবং কোথায় সেভ করবেন তা New GIF Image file এ নির্বাচন করুন। এবার Width এবং Height ঠিক করে Resize বাটনে ক্লিক করলেই নতুন সাইজে ছবিটি তৈরী হবে।

এখান থেকে ডাউনলোড করে নিন


For Further Reading,
এ্যানিমেটেড, কম্পিউটার, কম্পিউটারের টিপস, ছবি, জিফ, টিপস, পরিবর্তন, পোর্টেবল, ফ্রিওয়্যার

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive