কিভাবে ফেসবুকে ভিডিও চ্যাটিং করুতে পারব


জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকের ওয়েবসাইট ফেসবুক ভিডিও চ্যাটিং চালু করলো। ফেসবুক এভং স্কাইপ এর এই ‘ভিডিও কলিং’ এর ফলে ফেসবুকের ৬০ কোটি গ্রাহকরা তাদের বন্ধুদের সাথে ভিডিও চ্যাটিং করতে পারবে। এজন্য অবশ্য একটি প্লাগইনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

প্লাইনটি ইনস্টল করার জন্য www.facebook.com/videocalling গিয়ে Get Started এ ক্লিক করুন তাহলে চ্যাটিং প্যানেল আসবে। এখানে যেকোন বন্ধুর নামের উপরে ক্লিক করে দেখুন ভিডিও (Start a Video Call) নামে একটি বাটন আছে। এই বাটনে ক্লিক করলে Set up video calling? উইন্ডো আসবে যেখানে Setup বাটনে ক্লিক করলে প্লাগইনটি ডাউনলোড হবে। এবং বন্ধুটির নিকটে কল যাবে। আর যদি আগে থেকে প্লাগইনটি ইনস্টল করা থাকে তাহলে স্বভাবিকভাবে বন্ধুদেরকে ভিডিও কল করতে পারবেন।বিস্তারিত জানা যাবে ফেসবুকের ভিডিও কলিং এর হেল্প সেন্টারে ।


For Further Reading,
Facebook, Facebook Tips, ইন্টারনেট, ইন্টারনেট টিপস, ফেজবুক টিপস, ফেসবুক

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive