অসাবধানবসত কোন ফাইল মুছে ফেলেছেন বা অপ্রয়োজনীয় ফাইলটি মুছে ফেলার পরে ফাইলটি পাওয়া জরুরী, এমতবস্থায় আপনার ফাইলটি উদ্ধার করতে পারবেন সিস্টেম রিষ্টোর করার মাধ্যমে। এজন্য Start Menu/Programs/Accessories/System Tools/System Restore থেকে সিলেক্ট করুন এবং সিস্টেম রিষ্টোর উইন্ডো আসবে এখানে Restore my computer to an earlier time অপসন বাটন সিলেক্ট করে Next বাটনে কিক করুন। এরপরের উইন্ডোতে রিষ্টোর ক্যালেন্ডার আসবে যেখানে রিষ্টোর পয়েন্টগুলো বোল্ড অবস্থায় থাকে। এখানে রিষ্টোর পয়েন্ট সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন তাহলে সিস্টেম রিষ্টোর হয়ে কম্পিউটার রিষ্টার্ট হবে। যে তারিখের পয়েন্টে সিস্টেম রিষ্টোর করবেন সে তারিখের পরে মুছে যাওয়া সকল ফাইল এবং আনইনষ্টল করা ফাইলগুলো ফিরে আসবে তবে তার পরে ইনষ্টল করা ফাইলগুলো পূর্বের অবস্থায় থাকবে। এজন্য সিস্টেম রিষ্টোরকে টার্নঅফ করা উচিৎ নয়। সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা থাকলে আপনি সিস্টেম রিষ্টোর করার সুবিধা পাবেন না। সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা আছে কিনা দেখার জন্য কন্টোল প্যানেল থেকে সিস্টেম কন্টোলটি ওপেন করলে সিস্টেম প্রোপার্টিস আসবে এখানে সিস্টেম রিষ্টোর ট্যাবে ক্লিক করলে দেখতে পাবেন সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা আছে কি না। সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা থাকলে টিক টিহ্ন উঠিয়ে দিলেই হবে।
For Further Reading, Tags : Data Recovery, File Recover, File Recovery, Recovery, System Restore, কম্পিউটার, কম্পিউটারের টিপস, টিপস, সিস্টেম রিষ্টোর
0 comments:
Post a Comment
লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।