মাউস কাজ করছে না । এখন উপায় কি ?


মনে করুন আপনি কম্পিউটারে বসে কাজ করছেন । হঠাৎ দেখা গেল যে আপনার মাউস আর কাজ করছে না কিন্তু এখনই আপনাকে কাজটি শেষ করতে হবে । তাহলে এখন কি উপায়  ? হ্যা আপনার জন্য একটা উত্তম উপায় হল উইন্ডোজের সেটিংস পরিবর্তন করা । হ্যা  আমারা কার্সর এর মুভমেন্ট চেঞ্জ করে কাজ করতে পারি । এজন্য কিবোর্ড থেকে এক সঙ্গে left alt + left shift এবং num lock কি চাপুন । মনিটরে একটি পপ আপ উইন্ডো আসবে । ok করুন । তারপর num button সক্রিয় করুন । এখন ডান পাশের ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ বাটনগুলো দিয়ে মাউসের কার্সর মুভ করানো যাবে । আর বাটন দিয়ে মাউসের লেফট ক্লিক এবং + বাটন দিয়ে মাউসের ডাবল ক্লিকের কাজ  করা যাবে । আর ডানপাশের Ctrl বাটনের বামের বাটনটি মাউসের রাইট ক্লিক বাটন হিসেবে কাজ করবে । কাজ শেষে num lock অফ করলে মাউস কি সুবিধাটি ডিজ্যাবল হয়ে যাবে ।


For Further Reading,
কম্পিউটার, কম্পিউটারের টিপস, টিপস, মাউস, মাউস কাজ করছে না এখন উপায় কি, মাউস কাজ করে না

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive