নিজের মোবাইলের নাম্বার জানার উপায়


অনেক সময় আমাদের নিজের বা বন্ধুর মোবাইলের নাম্বার জানা থাকে না। মোবাইল থেকে নিজের নাম্বার দেখার সহজ কিছু উপায় আছে ।যেমন আর একটা মোবাইলে কল দিয়ে আপনি জেনে নিতে পারেন । কিন্তু  আপনি কল দিয়ে নাম্বার জানতে গেলেন, দেখলেন মোবাইলে যথেষ্ট পরিমানে ব্যালেন্স নেই বা আপনার কাছে আর কোন মোবাইলই নেই । সেক্ষেত্রে আপনি নিচের দেখান মত উপায়ে সহজেই যে কোন নাম্বার জেনে নিতে পারেন ।

১। গ্রামীন ফোনের জন্য ---*111*8*2#
২। রবির জন্য ---*140*2*4# or, call 1200 & press 4 (it's free)
৩। বাংলালিংক এর জন্য ---*666# অথবা *666*8*2#
৪। এয়ারটেলের জন্য---*121*6*3#


For Further Reading,
নিজের মোবাইলের নাম্বার জানার উপায়, মোবাইল, মোবাইলের নাম্বার

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive