২০১২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট মোবাইলে দেখার উপায়



প্রথমেই মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন আপানার পরিচিত জনের বোর্ডের প্রথম ৩ ডিজিট , এবার একটা ফাকা দিয়ে রোল নাম্বার আর শেষে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে । উদাহরন হিসেবে ঢাকার ১২৩৪৫৬ নাম্বার ধারীর রেজাল্ট দেখার সিস্টেম হল ।

Example: “SSC dha 123456 2012″ and send to 16222 .

http://www.educationboardresults.gov.bd এটা সরকারের সরকারি ওয়েব সাইট যা কিনা প্রতিবারই রেজাল্ট প্রকাশের দিনে ডাউন হয়ে যায় ।

কিন্তু এখানে আমার কেন যেন মনে হয় একটা দূর্নীতি চলে , কারনঃ দেখুন যেদিন রেজাল্ট প্রকাশ হয় সেদিনই কিন্তু আমরা ওদের সাইটে রেজাল্ট না দেখলেও ঠিকই মোবাইল কম্পানি গুলা দেখতে পারে । তারা ২.৫০ টাকা রেটে প্রতিটা রেজাল্ট প্রকাশ করে থাকে । আর প্রতিটা ছাত্র-ছাত্রীর জন্য একাধিক জনেই কিন্তু এই ছোট দেখতে এমাউন্ট খরচা করে ফেলে কিন্তু দেখা যায় দিন শেষে একটা বিরাট অংকের টাকা জমা হয় মোবাইল কম্পানির গুলার একাউন্টে । আর তা থেকে একটা পারসেন্ট চলে আসে কিছু মানুষের পকেটে । ( আমি জানিনা আমার ধারনা ঠিক কিনা ) ।
আপনাদের সবার ভাল রেজাল্টের আশা করি । আল্লাহ আমাদের সহায় হোন ।


For Further Reading,
এসএসসি 2012, এসএসসি ২০১২, এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট ২০১২

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive