বর্তমানে পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরমেট) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফন্ট ঝামেলা এবং ডকুমেন্টের ফরমেট অক্ষুন্ন রাখতে পিডিএফ এর প্রয়োজন হয় বেশী। কিন্তু পিডিএফ তৈরীর সফটওয়্যার আপনার কাছে না থাকেলেও অনলাইনে সরাসরি পিডিএফ তৈরী করা যায়। এতে মাইক্রোসফট অফিস, ইমেজ, ওয়েব পেজ, হেল্প ফাইল, ভিজিএফ ফাইলকে পিডিএফ তৈরী করা এবং পিডিএফ ফাইলকে মাইক্রোসফট অফিসে রুপান্তর করা যায়। এজন্য
www.freepdfconvert.comসাইটে যান এবার Source file অংশে Convert from এর File অপশন বাটনে সিলেক্ট থাকা অবস্থায় Browse বাটনে ক্লিক করে কম্পিউটারের ফাইল (অনলাইনের ফাইল হলে Convert from এর URL অপশন বাটনে সিলেক্ট করে ফাইলের ঠিকানা দিতে হবে) দেখিয়ে দিন এবার E-mail address অংশে আপনার ইমেইলের ঠিকানা লিখে Attach files to e-mail চেক বক্স চেক করে Convert বাটনে ক্লিক করুন তাহলে আপনার ফাইল আপলোড হবে এবং পিডিএফ ফাইলকে জিপ হিসাবে আপনার ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে।
For Further Reading,
- Best Online PDF File Converter free
- ‘গুগল প্লাস’ কি ? এর কিছু তথ্য জেনে নিন
- গুগল অ্যাপসের ইমেইল ঠিকানা পরিবর্তন করা
- রান কমান্ডের যত ব্যবহার
- উইন্ডোজ এক্সপির গতি বৃদ্ধি
- গুগল পেজ র্যাংকের শুরু থেকে ২০১২ পর্যন্তর ইতিহাস
- ফায়ারফক্স এর কিছু টিপস এবং কিবোর্ড শর্টকার্ট
- আপনার প্রিয়জনকে জিমেইলের সাহায্যে এসএমএস পাঠান
- জিমেইল এর ইমেইল হ্যাকারদের হ্যাকিং থেকে বাচার উপায়
- জিমেইল আসছে পুরো নতুন চেহারায়
- ইউটিউবের কিছু টিপস
- ফেসবুকের পেজে নিজস্ব একটি ট্যাব
- কিভাবে ফেসবুকে ভিডিও চ্যাটিং করুতে পারব
- কীবোর্ড কাজ করছে না ,এখন উপায় কি ?
- মাউস কাজ করছে না । এখন উপায় কি ?
- কম্পিউটারের ১০০ টি দরকারী উইন্ডোজ শটর্কাট !
0 comments:
Post a Comment
লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।