যারা ইমেইল ব্যবহার করেন তা নিশ্চয় জানেন ইমেইল ঠিকানা (ইউজার নেম) পরিবর্তন করা যায় না। সমপ্রতি গুগল তাদের অ্যাপস্ ব্যবহারকারীদেরকে ইমেইল ঠিকানা (ইউজার নেম) পরিবর্তন করা সুবিধা দিয়েছে। খুব সহজেই গুগল অ্যাপসের নিয়ন্ত্রক তার ব্যবহারকারীর ইমেইল ঠিকানা (ইউজার নেম) পরিবর্তন করতে পারবে।
ধাপ১) এজন্য গুগল অ্যাপসে লগইন করে Organization & users এ ক্লিক করুন।
ধাপ২) এবার যে ইমেইলটির ঠিকানা পরিবর্তন করতে চান সেটির উপরে ক্লিক করে Rename user এ ক্লিক করুন তাহলে একটি উইন্ডো আসবে।
ধাপ৩) এখানে First name, Last name ছাড়াও Primary email address এর নিচে ইউজার নেম পরিবর্তন করে Rename user বাটনে ক্লিক করুন।
ব্যাস ইমেইল ঠিকানা পরিবর্তন হয়ে গেল। ইমেইল ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগবে, তবে ৩ দিনের মধ্যে উক্ত মেইল ঠিকানা আবার পরিবর্তন করা যাবে না। আর আগের ইমেইল ঠিকানাটি নিক নেম হিসাবে মেইলটির সাথে যুক্ত হবে, চাইলে তা মুছেও ফেলা যাবে। ইমেইল ঠিকানা পরিবর্তনের ফলে মেইলটির পূর্বের চ্যাটিং এর সকল ইনভাইটেশনগুলো থাকবে না, কারণ এটাতো নতুন মেইল ঠিকানা। আর ইমেইল ঠিকানা পরিবর্তনের সময় উক্ত ইমেইলে যেন লগইন অবস্থায় না থাকে সেটিকে লক্ষ্য রাখা জরুরী।
ধাপ১) এজন্য গুগল অ্যাপসে লগইন করে Organization & users এ ক্লিক করুন।
ধাপ২) এবার যে ইমেইলটির ঠিকানা পরিবর্তন করতে চান সেটির উপরে ক্লিক করে Rename user এ ক্লিক করুন তাহলে একটি উইন্ডো আসবে।
ধাপ৩) এখানে First name, Last name ছাড়াও Primary email address এর নিচে ইউজার নেম পরিবর্তন করে Rename user বাটনে ক্লিক করুন।
ব্যাস ইমেইল ঠিকানা পরিবর্তন হয়ে গেল। ইমেইল ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগবে, তবে ৩ দিনের মধ্যে উক্ত মেইল ঠিকানা আবার পরিবর্তন করা যাবে না। আর আগের ইমেইল ঠিকানাটি নিক নেম হিসাবে মেইলটির সাথে যুক্ত হবে, চাইলে তা মুছেও ফেলা যাবে। ইমেইল ঠিকানা পরিবর্তনের ফলে মেইলটির পূর্বের চ্যাটিং এর সকল ইনভাইটেশনগুলো থাকবে না, কারণ এটাতো নতুন মেইল ঠিকানা। আর ইমেইল ঠিকানা পরিবর্তনের সময় উক্ত ইমেইলে যেন লগইন অবস্থায় না থাকে সেটিকে লক্ষ্য রাখা জরুরী।
For Further Reading,
- গুগল অ্যাপসের ইমেইল ঠিকানা পরিবর্তন করা
- রান কমান্ডের যত ব্যবহার
- উইন্ডোজ এক্সপির গতি বৃদ্ধি
- Best Online PDF File Converter free
- গুগল পেজ র্যাংকের শুরু থেকে ২০১২ পর্যন্তর ইতিহাস
- ফায়ারফক্স এর কিছু টিপস এবং কিবোর্ড শর্টকার্ট
- আপনার প্রিয়জনকে জিমেইলের সাহায্যে এসএমএস পাঠান
- জিমেইল এর ইমেইল হ্যাকারদের হ্যাকিং থেকে বাচার উপায়
- জিমেইল আসছে পুরো নতুন চেহারায়
- ইউটিউবের কিছু টিপস
- ফেসবুকের পেজে নিজস্ব একটি ট্যাব
- কিভাবে ফেসবুকে ভিডিও চ্যাটিং করুতে পারব
- কীবোর্ড কাজ করছে না ,এখন উপায় কি ?
- মাউস কাজ করছে না । এখন উপায় কি ?
- কম্পিউটারের ১০০ টি দরকারী উইন্ডোজ শটর্কাট !
- ‘গুগল প্লাস’ কি ? এর কিছু তথ্য জেনে নিন
0 comments:
Post a Comment
লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।