ল্যাপটপের ব্যাটারী চার্জ ইন্ডিকেটর


আমরা যারা ল্যাপটপ বাব্যহার করি তাদের সবসময় একটি বিষয় মাথায় রাখতে হয় তার ব্যাটারি দ্বারা আর কতক্ষন  ল্যাপটপটি চালানো । উইন্ডোসের সাথে একটি পাওয়ার ম্যাটার সিস্টেম দেয়া আছে। কিন্তু তা কিন্তু আমাদের বিশেষভাবে কিছু দেখায় না। কিন্তু আজ আমি দেখাব কিভাবে  একটি ছোট্ট টুল এর সাহায্যে আপনি ব্যাটারির খবরাখবর সবসময় দেখতে পারবেন। এর সাহায্য আপনি কতটুকু(%) ব্যাটারী চার্জ হল বা আর কতক্ষন ব্যাটারীতে চার্জ দিতে হবে তার সময় দেখতে পারবেন। আবার ডিসচার্জিং এর সময় কতক্ষন ব্যাটারীটি backup দেবে আর কতটুকু (%) চার্জ ব্যাটারীতে বাকী আছে তা দেখতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হল এটি একটি Taktbar এর Toolbar হিসেবে থাকবে।  এটার নাম  Battary Bar। আশাকরি ল্যাপটপ ব্যবহারকারী সকলের কাজে আসবে। আপনাদের জন্য এর প্রফেসনাল ভার্সনটি আপলোড করলাম।

ডাউনলোড করুন এই লিংক হতে। মাউসের রাইট ক্লিক করে "Save link as "  সিলেক্ট করুন অথবা IDM থাকলে "Download with IDM " সিলেক্ট করুন কিংবা যাস্ট লিংকে ক্লিক করুন তাতেই ডাউনলোড শুরু হবে
কিংবা Battery Bar  এর ওয়েব সাইটে গিয়েও ডাউন লোড করতে পারবেন ।


For Further Reading,
কম্পিউটার, কম্পিউটারের টিপস, ল্যাপটপের ব্যাটারী চার্জ ইন্ডিকেটর

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive